মাত্র পাঁচদিনে চন্দ্রবাবুর স্ত্রী’র সম্পদ কোটি কোটি টাকা বৃদ্ধি পেল!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার আরবিআই মুদ্রানীতি ঘোষণা করার পর ফের উত্থানের সাক্ষী থাকল সেনসেক্স ও নিফটি। এদিন ১৬০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭৬ হাজার ৭৮৭ পয়েন্টে পৌঁছে যায় সেনসেক্স। অন্যদিকে, নিফটির বৃদ্ধির হার ছিল ৪৫০-র বেশি।
এই পরিস্থিতিতেও লাভের মুখ দেখেছে টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুর এফএমসিজি পণ্য প্রস্তুতকারী সংস্থা হেরিটেজ ফুডস লিমিটেড। এর জেরে মাত্র পাঁচদিনে তাঁর স্ত্রী নারা ভুবনেশ্বরীর সম্পদ ৫৮৪ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। চন্দ্রবাবু-পত্নীর নামে রয়েছে হেরিটেজ ফুডসের ২ কোটি ২৫ লক্ষ ১১ হাজার ৫২৫ শেয়ার। চন্দ্রবাবু-পুত্র নারা লোকেশের অধীনে রয়েছে ১ কোটি ৩৭ হাজার ৪৫৩ শেয়ার। বাজার একটু চাঙ্গা হতেই তাঁর সম্পদ প্রায় ২৩৮ কোটি টাকা বেড়েছে।
শেয়ার বাজারের এই উত্থানে লাভবান হয়েছে হেরিটেজ ফুডস। ৩১ মে দিনের শেষে কোম্পানির শেয়ার প্রতি দর ছিল ৪০২ টাকা ৯০ পয়সা। তারপর পরপর পাঁচটি অধিবেশনে লাভের মুখ দেখেছে চন্দ্রবাবুর এই কোম্পানি।