মোদীর মন্ত্রিসভার সদস্য হচ্ছেন সুকান্ত মজুমদার?
কেন্দ্রীয় মন্ত্রী হলে আর রাজ্য সভাপতি থাকতে পারবেন না সুকান্ত। এবার ওই পদে বসবেন কে? শুভেন্দু নাকি রানাঘাটের জগন্নাথ সরকার?
June 9, 2024
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তবে কি এক ঢিলে দুই পাখি মারলেন নাড্ডারা? সূত্রের খবর, সুকান্ত মজুমদারকে মন্ত্রী করা হচ্ছে। এদিকে উত্তরবঙ্গকে গুরুত্ব দেওয়া হল, পাশাপাশি রাজ্য রাজনীতি থেকে শুভেন্দুর এক প্রতিপক্ষকে সরিয়েও দেওয়া হল। কেন্দ্রীয় মন্ত্রী হলে আর রাজ্য সভাপতি থাকতে পারবেন না সুকান্ত। এবার ওই পদে বসবেন কে? শুভেন্দু নাকি রানাঘাটের জগন্নাথ সরকার? উত্তর মিলবে খুব শীঘ্রই।