এবার কি পেট্রোল ডিজেলেও চাপবে GST-র বোঝা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যগুলোকে ভাতে মারার আরও এক ফন্দি আঁটছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ? এনডিএ সরকারে ফের পেট্রোলিয়াম মন্ত্রক পেয়েছেন হরদীপ সিং পুরী। পেট্রোল, ডিজেলকে জিএসটির আওতায় আনা নিয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। বেশ কয়েকবছর ধরে এমন পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। যদিও জিএসটি কাউন্সিলের এজেন্ডায় এখনও বিষয়টিকে আনা যায়নি। কারণ রাজ্যগুলির আপত্তি। উল্লেখ্য, পেট্রোল, ডিজেল ও প্রাকৃতিক গ্যাস এখনও ভ্যাটের আওতায়। ফলে আলাদা করে ভিন্ন হারে কর আরোপ করে রাজ্য সরকারগুলি। রাজ্যগুলির অন্যতম আয়ের উৎস এই কর। এবার পেট্রোল, ডিজেল জিএসটির আওতায় চলে গেলে নানান রাজ্যের আয় কমবে।
আগামী ২২ জুন নয়া এনডিএ সরকার গঠিত হওয়ার পর প্রথম বৈঠকে বসতে চলেছে জিএসটি কাউন্সিল। জানা যাচ্ছে, পেট্রোল-ডিজেলকে জিএসটির অধীনে নিয়ে আসার প্রস্তাব যাতে অর্থমন্ত্রক জোরদার ভাবে পেশ করে, সেই দাবি জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। কিন্তু এমনটা হলে রাজ্যের বিপুল আয় কমে যাবে। সেক্ষেত্রে রাজ্যগুলো কী জানাবে সেদিকেও নজর থাকবে।