চিকেন খেয়ে আঙুল চাটতে বলছে না কেএফসি
করোনা দুনিয়ায় থাবা বসানোর পর অনেক কিছুই বদলেছে। রোজের জীবনযাত্রা, অভ্যাস— কিছুই আগের মতো নেই। কেউ এখন দরকার না পড়লে বাড়ি থেকে বের হন না। ভিড় এড়িয়ে চলেন। ভোজেও যান না। এমনকী বেশিরভাগ মানুষ অফিস পর্যন্ত যাচ্ছেন না। বাড়ি থেকেই কাজ চালাচ্ছেন।
এই পরিস্থিতিতে নিজেকে বদলে নিচ্ছে কেএফসি থুড়ি কেন্টাকি ফ্রায়েড চিকেনও। ৬৪ বছর ধরে তাদের চিনিয়ে দিত যে স্লোগান, তা এখন বদলে ফেলছে। বিজ্ঞাপনে আর লিখছে না ‘ফিঙ্গার লিকিং গুড’। এই রোগের আবহে আঙুল চেটে খাওয়ার ব্যাপারটাকে উৎসাহ দিচ্ছে না সংস্থা।
সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি ঘোষণাও করেছে। জানিয়ে দেওয়া হয়েছে, করোনা পরিস্থিতিতে মুখে হাত দেওয়া একেবারেই ঠিক নয়। তাই স্লোগান বদলানো হচ্ছে। তবে নতুন স্লোগান কী আসতে চলেছে, এখনও জানায়নি।
ইউটিউব ভিডিওতে ‘ফিঙ্গার লিকিং’ শব্দগুলো ঝাপসা করে দেওয়া হয়েছে। তবে সংস্থা এও জানিয়েছে, স্লোগান তুলে নেওয়ার বিষয়টি সাময়িক। সঠিক সময়ে আবার ফিরবে স্লোগান।