রাজ্য বিভাগে ফিরে যান

লোকসভা ভোটের পর প্রথম রাজ্য মন্ত্রিসভার বৈঠক, নিয়োগ নিয়ে কী কী সিদ্ধান্ত হল?

June 27, 2024 | < 1 min read

ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের বিভিন্ন দপ্তরে মোট ৫৫২টি নতুন পদে নিয়োগ করা হবে। স্কুল শিক্ষা দপ্তরে ৩৫ জন, প্রাণী সম্পদ দপ্তরে ২৭০ জন এবং স্বরাষ্ট্র দপ্তরে ১০৫ জনকে নতুন নিয়োগ করা হবে। বাকি শূন্যপদে অন্যান্য দপ্তরে নিয়োগ হবে।

রাজ্য সরকার দীর্ঘদিন যাবৎ পেট্রল, ডিজেলের পরিবর্তে বিদ্যুৎচালিত গাড়ি চলাচল বৃদ্ধি করার উদ্যোগে চেষ্টা চালাচ্ছে। পরিবহণ দপ্তর বিদ্যুৎচালিত সরকারি বাস নামাতে চায়। বিদ্যুৎচালিত গাড়ি কিনলে কর ও নথিভুক্তকরণে ছাড়ের মেয়াদ ফের বৃদ্ধি করছে রাজ্য। বিদ্যুৎচালিত গাড়ি কিনলে কর ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আরও এক বছর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভার। ২০২২ সালে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, বিদ্যুৎচালিত গাড়ি কিনলে দুই বছর কর ও নথিভুক্তকরণে ছাড় দেওয়া হবে। চলতি বছরেই সেই ছাড়ের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু বুধবার ফের ছাড়ের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করল রাজ্য মন্ত্রিসভা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Nabanna, #cabinet, #cabinet meeting

আরো দেখুন