জমি, বাড়ি, ফ্ল্যাটের মিউটেশন-সার্ভিস চার্জ নিয়ে বড় সিদ্ধান্ত! কী বলছে কলকাতা হাইকোর্ট?

আরেক মামলাকারী তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস বলেন, মিউটেশন করার আগে তাঁরা আরটিআই করেছিলেন।

June 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
কী বলছে কলকাতা হাইকোর্ট?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জমি, বাড়ি, ফ্ল্যাট মিউটেশনের জন্য বিধাননগর পুরসভার সার্ভিস চার্জ নেওয়ার সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের বিচারপতি কৌশিক চন্দর পর্যবেক্ষণ, আইনে কোনও সার্ভিস চার্জ বাবদ টাকা তোলার সুযোগ পুরসভার হাতে নেই।

ফ্ল্যাট বা বাড়ির মিউটেশন করতে হলে সার্ভিস চার্জ দিতে হবে। বিধাননগরে পুরসভার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীর আইনজীবী আর্যক দত্ত আদালতে জানান, পুর আইনে সার্ভিস চার্জ নেওয়ার কোনও বিধি নেই। নথি দেখিয়ে তাঁর দাবি, যদি কেউ মিউটেশন পাওয়ার জন্য পুরসভার সার্ভিস চার্জ বাবদ টাকা দিতে যান, তাহলে ওই ব্যক্তিকে প্রায় দেড় লক্ষ টাকা বাড়তি দিতে হবে। যা একেবারেই বেআইনি।

আরেক মামলাকারী তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস বলেন, মিউটেশন করার আগে তাঁরা আরটিআই করেছিলেন। জবাবে বিধাননগর পুরসভা জানায়, সার্ভিস চার্জ বাবদ টাকা দিতে হবে। তারপরই হাইকোর্টের মামলা করতে বাধ্য হন তিনি। বিধাননগর পুরসভার মিউটেশন সংক্রান্ত সার্ভিস চার্জের সিদ্ধান্ত খারিজ করে মামলাকারীদের পুর কমিশনারের কাছে নতুন করে আবেদন জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen