সাগরিকা ঘোষকে ব্যক্তি আক্রমণ রাজ্যসভার চেয়ারম্যানের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আসলে জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকার সময় থেকেই তৃণমূল কংগ্রেস এর সঙ্গে তাঁর অম্ল মধুর সম্পর্কের জন্য শিরোনামে এসেছেন বারবার। তিনি নাকি বাবার অপমানিত হতেন!
শুক্রবার রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে থাকা জগদীপ ধনখড় তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষের বিরুদ্ধে হাউসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে বলেন,” আপনি তো প্রত্যেক সপ্তাহে কলম লেখেন, আপনি কী এইসব জীবনে এই করতে চান?”
প্রসঙ্গত নিট কেলেঙ্কারি বিষয়ে শুক্রবার রাজ্যসভায় সরব হয়েছিলেন তৃণমূল সাংসদরা, সে সময়েই ব্যাক্তি আক্রমণে উদ্যত হন জগদীপ ধনখড়। রাজ্যসভার রুল বুকের ২৩৮ (২) অবশ্য বলছে কোনও সদস্য অন্য কোনও সদস্যকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারেন না। এই রুল কী রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় -এর ক্ষেত্রে খাটে, প্রশ্ন উঠছে।
বিবাদটা পুরনো। মঞ্চ আর ভূমিকাটা শুধু আলাদা। একজন প্রাক্তন সাংবাদিক, যিনি বর্তমানে মহিলা সাংসদও বটে, তাঁকে কি এই ব্যক্তি আক্রমণ করতে পারেন? উঠছে প্রশ্ন।