তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর হওয়ার দিন রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সদস্য জহর সরকার সমাজ মাধ্যমে কী পোস্ট করলেন?

ভারতের ইতিহাসে তিনটি ‘ড্রাকোনিয়ান’ ফৌজদারি আইন আজ থেকে কার্যকর হচ্ছে!!

July 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতের ইতিহাসে তিনটি ‘ড্রাকোনিয়ান’ ফৌজদারি আইন আজ থেকে কার্যকর হচ্ছে!!

-এগুলো সংসদে বিনা বিতর্কে পাস হয়েছে!

■ বিএনএস পুলিশ ধারা 172 (2) এর অধীনে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে

■বিএনএসএস (নতুন সিআরপিসি) এর ১৮৭ (২) নম্বর ধারায় বলা হয়েছে, আপনি ২৪ ঘণ্টা নয় ৯০ দিনের জন্য পুলিশি হেফাজতে থাকতে পারেন।

■বিএনএস (পুরানো আইপিসি) এর ধারা ১১১(১) ধরায় বলা হয়েছে, আপনি যদি সরকারের বিরুদ্ধে কঠোরভাবে সমালোচনামূলক কিছু লেখেন বা কথা বলেন তাহলে আপনি একজন সন্ত্রাসবাদী!

■ ১৯৭ নম্বর ধারায় বলা হয়েছে, যে কোনও তথ্যকে উপযুক্ত প্রমাণ ছাড়াই “মিথ্যা” বা “বিভ্রান্তিকর” হিসাবে গণ্য করা যেতে পারে এবং তাই আপনি একজন অপরাধী।

■ ১৫০ নম্বর এবং ১৫২ নম্বর ধারায় বলা হয়েছে, সরকার যদি মনে করে যে আপনার গণতান্ত্রিক অধিকার “ভারতের সার্বভৌমত্বকে” প্রভাবিত করতে পারে তবে সরকার আপনাকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে পারে – বিজেপির কাছে এর অর্থ যাই হোক না কেন।

■ প্রধানমন্ত্রী যখন সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ‘উত্তেজক’ বক্তব্য রাখেন তখন ঠিক আছে তখন ঠিক আছে, কিন্তু নতুন আইনে বলা হয়েছে যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কোনও মন্তব্যের জন্য আপনার জেল হতে পারে!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen