দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বাগদা উপ নির্বাচন নিয়ে বেজায় অস্বস্তিতে বিজেপি, নির্দল প্রার্থীর বিরুদ্ধে কমিশনে পদ্মশিবির

July 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাগদা বিধনসভা উপ নির্বাচন নিয়ে বেজায় অস্বস্তিতে বিজেপি। নির্দল প্রার্থীকে নিয়ে বিড়ম্বনায় পদ্মশিবিরের! নির্দল প্রার্থী তাঁর প্রচারে বিজেপির পতাকা ব্যবহার করছেন। বিভিন্ন জায়গায় প্রচারও চালাচ্ছেন বিজেপির নাম নিয়ে। এবার নির্দল প্রার্থীর বিরুদ্ধে ভোটপ্রচারে বিজেপির পতাকা ব্যবহারের অভিযোগে কমিশনের দ্বারস্থ হলেন বিজেপির স্থানীয় নেতারা।

দলবিরোধী কার্যকলাপের অভিযোগে দুই নেতাকে দল থেকে বহিষ্কারও করা হল। মঙ্গলবার এব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, “নির্দল প্রার্থী বিজেপির পতাকা ব্যবহার করে ভোটের প্রচার করছেন। এটা তৃণমূলের চক্রান্ত। মানুষকে বিভ্রান্ত করে ভোট কাটাকাটির সুযোগ নিতে চাইছে ওরা। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।”

বাগদা বিধানসভার উপ নির্বাচন ঘোষণার পর থেকেই প্রার্থী নিয়ে ডামাডোল শুরু হয় গেরুয়া শিবিরের অন্দরে। সোশ্যাল মিডিয়ায় স্থানীয় একাধিক নেতার নাম ভাসিয়ে দেয় বিভিন্ন গোষ্ঠী। দল শেষ পর্যন্ত বাগদা বিধানসভা এলাকার বাইরে থেকে বিনয় বিশ্বাসকে এই কেন্দ্রে প্রার্থী করে। প্রার্থীর নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির স্থানীয় কর্মী- সমর্থকরা। পদত্যাগ করতে চেয়েও আবেদন করেন অনেকে। সূত্রের খবর, বিক্ষুব্ধ নেতারা নিজেদের মধ্যে আলোচনা করে সত্যজিৎ মজুমদারকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করান। দলের একাধিক নেতা তাঁর হয়ে প্রচারে নামেন। মৃত্যুঞ্জয় চক্রবর্তী, শিশির হাওলাদার সহ অনেকেই সত্যজিৎবাবুর সঙ্গে রয়েছেন। সূত্রের দাবি, এই দু’জন বিজেপির উদ্বাস্তু সেলের দায়িত্বে রয়েছেন। তবে বিজেপির জেলা সভাপতি জানিয়ে দিয়েছেন, এঁদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। তাঁরা তৃণমূলের লোক। এ বিষয়ে ওই দুই নেতাও কোনও মন্তব্য করতে চাননি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Election commision, #independent candidates, #Bagdah, #bjp

আরো দেখুন