বক্স অফিসে ঝড় তুলেছে ‘কল্কি ২৮৯৮ এডি, সকলকে ধন্যবাদ জানালেন ‘অশ্বত্থমা’ অমিতাভ

বক্স অফিসে ঝড় তুলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’। মুক্তির আগেই সিনে বিশেষজ্ঞরা আন্দাজ করেছিল, এই ছবি রেকর্ড ব্যবসা করবে

July 6, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বক্স অফিসে ঝড় তুলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’। মুক্তির আগেই সিনে বিশেষজ্ঞরা আন্দাজ করেছিল, এই ছবি রেকর্ড ব্যবসা করবে। সেই ট্রেন্ড বোঝা গিয়েছিল মুক্তির চারদিনেই ব্যবসা চারশো কোটি পার করার পর। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে ‘অশ্বত্থমা’র চরিত্রে অমিতাভ বচ্চনের অভিনয় দেখে মুগ্ধ দর্শককুল। সমালোচকেরাও ৮২-র অমিতাভকে দেখে সাধুবাদ জানাতে কার্পণ্য করেননি।

ছবি সমালোচকরা বলছেন, ‘কল্কি’র সুপারহিট হওয়ার নেপথ্যে রয়েছে অশ্বত্থামা অমিতাভ। তাঁর অভিনয়েই নাকি দুর্বার গতিতে এগোচ্ছে কল্কি। আর সেই কারণেই ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানালেন বিগ বি। ‘‘কল্কি’র সারমর্ম হলের বাইরে এবং ভিতরে ধ্বনিত হচ্ছে, সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ।’’

গোটা বিশ্বে ৫০০ কোটির ব্যবসা করা ‘কল্কি’ ভারতের সিনেবাজারেও দাপট দেখাচ্ছে। পয়লা সপ্তাহান্তেই দেশ থেকে মোট ৩০০ কোটি টাকা ঢুকেছে প্রভাস-দীপিকার কল্কির ক্যাশবাক্সে। অগ্রীম বুকিংয়ে ৫৫ কোটির ব্যবসা করে বক্স অফিসে ঝড় তোলার আভাস দিয়েছিল ‘কল্কি’। আর ওপেনিং ইনিংসেও ছক্কা হাঁকাল। ২৭ জুন রিলিজের প্রথম দিন বিভিন্ন ভাষায় 2D এবং 3D ভার্সনে ২০০ কোটির দুয়ারে দাঁড়িয়েছিল এই ছবি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen