ATM কার্ড ছাড়াই গুগল পে, ফোন-পে-তে UPI অ্যাকাউন্ট, জানেন উপায়?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সহজ ও অন্যতম জনপ্রিয় মাধ্যম হল ইউপিআই। দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন ইউপিআই পেমেন্ট করেন। ইউপিআই অ্যাকাউন্ট চালু করার জন্য ডেবিট কার্ডের বিশদ হয়। তবে ডেবিট কার্ড ছাড়াও গুগল পে, ফোন-পে এর মতো অ্যাপগুলিতে ইউপিআই অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব।
আধার নম্বরের মাধ্যমে ইউপিআই অ্যাকাউন্ট চালু করা যায়। যাঁদের ডেবিট কার্ড নেই, তাঁরাও ইউপিআই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। গুগল পে, ফোন পে বা যেকোনও ইউপিআই অ্যাপের মতো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপটি ওপেন করে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অপশনে গিয়ে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে একটি মেসেজ যাবে।
এরপর জোড়া বিকল্প থাকবে। প্রথমটি ডেবিট কার্ডের এবং দ্বিতীয়টি আধার কার্ডের। আধার অপশনে ক্লিক করতে হবে। এরপর ভেরিফিকেশন করা যাবে। তারপর পিন সেট করতে হবে এবং ইউপিআই সচল হয়ে যাবে।