ড্রপ বক্সে জনতার আদালত! অভিযোগ জানতে অভিনব পদক্ষেপ তৃণমূল বিধায়কের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুর্নীতি হোক বা দাদাগিরি, বেলাগাম ক্ষমতার আস্ফালন রুখতে অভিনব পদক্ষেপ নিল সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম। এই ধরনের নানাবিধ অভিযোগ ও সমস্যার কথা বিধায়ককে এবার থেকে সহজেই জানাতে পারবেন সোনারপুর উত্তরের বাসিন্দারা।
জানা গিয়েছে, এই ধরণের অভিযোগ জমা দেওয়ার জন্য ‘অভিযোগ বাক্স’ রাখার ব্যবস্থা করেছেন বিধায়ক। সোনারপুর উত্তরের নাগরিকরা সেখানে লিখিতভাবে অভিযোগ জমা দিতে পারবেন। জানা গিয়েছে, সংবেনশীল ঘটনার ক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে।
সূত্রের খবর, গড়িয়া স্টেশন এলাকায় একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। বাক্সের চাবি থাকবে বিধায়কের কাছে। অভিযোগকারীরা সেখানে লিখিত আকারে অভিযোগ জমা দিতে পারবেন। বিধায়ক অভিযোগগুলো খতিয়ে দেখবেন এবং প্রয়োজনে পদক্ষেপ নেবেন। দলের নেতা-কর্মী ও কাউন্সিলারদের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা দলীয় নেতৃত্বকে জানানো হবে।
এই উদ্যোগটি একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন সোনারপুর উত্তরের অধিবাসীরা। রাজ্যের অনেক জায়গায় বেড়ে গিয়েছে পেশি শক্তির আস্ফালন। অত্যাচারিতরা ঠিক জায়গায় অভিযোগ জানিয়েও তা কাজে আসেনা। অনেক সময় মানুষ অভিযোগ জানানোর সুযোগও পান না। এ ক্ষেত্রে সময় সোনারপুরে বিধায়ক ফিরদৌসি বেগমের জনমুখী পদক্ষেপে খুশি সাধারণ মানুষ। ড্রপ বক্স চালুর পরই স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানা গিয়েছে।