দেশ বিভাগে ফিরে যান

অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টকে ‘যুগ যুগ জিও’ আশীর্বাদ আমূল গার্লের

July 14, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশে-বিদেশে ঘটে যাওয়া নানান ঘটনাকে স্মরণ করে আমূল। কার্টুন চিত্র নিয়ে হাজির হয় আমূল গার্ল। অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতেও শুভেচ্ছা জানাল আমূল। শুভেচ্ছাবার্তায় নবদম্পতির কার্টুনচিত্র এঁকে আমূল লিখল, ‘যুগ যুগ জিও’।

এক্স হ্যান্ডলে আমূলের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বর-কনের সাজে অনন্ত ও রাধিকা। নবদম্পতি খুব খুশি। তাঁদের হাতে মাখন পাউরুটি, ছবিতে তা খেতেই দেখা গিয়েছে। রাধিকার হাতে অর্ধেক খাওয়া আমূল মাখন লাগানো পাউরুটি, তিনি এগিয়ে দিচ্ছেন অনন্তর দিকে। অনন্তের হাতেও রয়েছে মাখন-পাউরুটি। ক্যাপশনে লেখা, ‘Ambyaahni Wedding!’

TwitterFacebookWhatsAppEmailShare

#wedding, #amul girl, #Anant Ambani, #Radhika Merchant

আরো দেখুন