সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ কী রেকর্ড গড়লেন মোদী? বাকিরাই বা কোথায়?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ মোদীর ফলোয়ার সংখ্যা ১০ কোটি পেরিয়েছে। বিশ্বের প্রথম নেতা হিসাবে মোদীকে ‘X’-এ সবচেয়ে বেশি মানুষ অনুসরণ করেন।
কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সোশ্যাল মিডিয়া এক্স-এ ২৬.৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে। বিরোধী দলগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর ২৭.৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ১৯.৯ মিলিয়ন ফলোয়ার আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ৭.৪ মিলিয়ন অনুসারী রয়েছে। RJD-র লালু প্রসাদ যাদবের ৬.৩ মিলিয়ন অনুগামী, তেজস্বী যাদবের ৫.২ মিলিয়ন এবং NCP প্রধান শরদ পাওয়ারের ২.৯ মিলিয়ন অনুসারী রয়েছে এক্সে।
বিদেশের ক্ষেত্রে, মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের বর্তমানে ৩৮.১ মিলিয়ন ফলোয়ার রয়েছে। দুবাইয়ের শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুমের রয়েছে ১১.৩ মিলিয়ন এবং পোপ ফ্রান্সিসের ১৮.৫ মিলিয়ন। শুধু এক্সের মধ্যেই নয়! ইনস্টাগ্রামে মোদীর ৯১ মিলিয়নেরও বেশি ফলোয়ার আছে, ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ২৫ মিলিয়ন। মোদী সমাজ মাধ্যমে অত্যন্ত সক্রিয়, যা তাঁর ফলোয়ার সংখ্যা বাড়ার একটা কারণ হতে পারে।