কলকাতা বিভাগে ফিরে যান

দূষণ কমাতে ও বৃক্ষরোপণের বার্তা দিতে দুই দিনাজপুরের বিভিন্ন স্কুলে ২০ হাজার গাছ লাগানোর সিদ্ধান্ত

July 15, 2024 | < 1 min read

.

দৃষ্টিভঙ্গি, নিউজডেস্ক: ১৪ জুলাই রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইটাহারে বনমহোৎসব হয়। পরিবেশ দূষণ কমাতে ও বৃক্ষরোপণের বার্তা দিতে এবারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন স্কুলে প্রায় ২০ হাজার চারা গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছে রায়গঞ্জ বনবিভাগ।

রায়গঞ্জ বনবিভাগের অধীনে রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা। তবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও চোপড়া রেঞ্জের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় ইটাহারের বানবোল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানের সূচনা করেন রায়গঞ্জের ডিএফও দাওয়া সাংমু শেরপা। ছিলেন চোপড়া, রায়গঞ্জ ও কুলিকের রেঞ্জ অফিসার যথাক্রমে প্রমিকা লামা, সঞ্জীব সাহা ও মধুমিতা পাত্র প্রমুখ।

পরিবেশ দূষণ কমাতে ও বৃক্ষরোপণের বার্তা দিতে এবারে বিভিন্ন স্কুলকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছে বনবিভাগ। সেই মোতাবেক বানবোল উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক প্রচার অভিযানের অঙ্গ হিসেবে নাটক, বাউলগান, বৃক্ষরোপণ, র‍্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। পড়ুয়াদের পাশাপাশি ছিল এনসিসির ক্যাডাররা। পরিবেশকে বাঁচাতে বৃক্ষরোপণের বার্তাকে সামনে রেখে একটি ট্যাবলোর সূচনা করেন বনবিভাগের আধিকারিকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dinajpur, #Planting trees, #Pollution, #Tree Plantation

আরো দেখুন