Paris Olympics 2024: ফের পদক ভারতের, শুটার মনু-সরবজ্যোৎ জুটি পেলেন ব্রোঞ্জ
মনু এবার অলিম্পিক্সে দেশের হয়ে প্রথম পদক এনে দিয়েছিলেন।
July 30, 2024
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতল ভারত। দ্বিতীয় পদক পেলেন মনু ভাকের। সেই সঙ্গে গড়লেন নতুন ইতিহাস। স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসাবে একই অলিম্পিকে জোড়া পদক জিতলেন হরিয়ানার এই শুটার।
মনু এবার অলিম্পিক্সে দেশের হয়ে প্রথম পদক এনে দিয়েছিলেন। সেদিন জিতেছিলেন ব্রোঞ্জ। মঙ্গলবার আবার দেশকে ব্রোঞ্জ দিলেন মনু ভাকের-সরবজ্যোত সিং জুটি। এবার মিক্সড ১০মিটার এয়ার পিস্টলে। দক্ষিণ কোরিয়াকে হারাল ভারত। খেলার ফল ১৬-১০।