← রাজ্য বিভাগে ফিরে যান
জল অপচয় রুখতে নতুন বিল আনছে রাজ্য
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জল অপচয় রুখতে কড়া হচ্ছে রাজ্য। নয়া বিল আসছে বিধানসভায়। বুধবার বিধানসভায় এমনটাই জানালেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়। তিনি বলেছেন, ‘‘এখনও পর্যন্ত রাজ্যের ৯০ লক্ষ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিয়েছি। শতকরা হারে যা ৫১ শতাংশ। বাকি বাড়িতেও পানীয় জল আমরা পৌঁছে দেব। আমরা জানতে পারছি অনেক জায়গায় জল অপচয় হচ্ছে।’’
পুলক আরও বলেন, ‘‘পানীয় জলের অপচয় রুখতে আমরা সচেতনতামূলক প্রচার চালাচ্ছি। পাশাপাশি আমরা পানীয় জলের অপচয় রুখতে বিধানসভায় বিল এনে আইন প্রণয়ন করব।’’ নতুন এই আইনে কোনও জরিমানা সংস্থান থাকছে কি না, সে বিষয়ে কিছুই জানাতে চাননি মন্ত্রী।