ক্ষোভে ফেটে পড়লেন জয়া বচ্চন, কেন জানেন?

জয়া বচ্চনের নাম উল্লেখ করার সময় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং ‘জয়া অমিতাভ বচ্চন’ বলে সম্মোধন করেন

August 1, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
জয়া বচ্চন, ফাইল চিত্র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জয়া বচ্চনের মেজাজ হারানোর কথা নতুন নয়। এমনকি বিরক্ত হয়ে দু-চার কথা শোনানোও নতুন কিছু নয়। সংসদে মেজাজ হারালেন তিনি। কিন্তু কেন মেজাজ হারালেন হঠাৎ?

জয়া বচ্চনের নাম উল্লেখ করার সময় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং ‘জয়া অমিতাভ বচ্চন’ বলে সম্মোধন করেন। তাতেই রেগে যান জয়া বচ্চন। পাল্টা বলে বসেন, ‘শুধু জয়া বচ্চন বললেই যথেষ্ট হত’। এরপর হরিবংশ জয়াকে কারণ হিসেবে জানান, জয়ার নাম সেখানে লিখিত রয়েছে জয়া অমিতাভ বচ্চন নামেই। তিনি বলেন, ‘আপনার পুরো নাম এখানে এটাই লেখা রয়েছে। আমি শুধু সেটাই পড়েছি।’

এরপর আক্ষেপের সুরে জয়া বচ্চন বলেন, ‘এই যে নতুন সব ঢং হয়েছে যে মহিলারা স্বামীর নামেই পরিচিত হবেন, যেন ওঁদের নিজেদের কোনও অস্তিত্ব নেই। ওঁর কোনও নিজের উপলব্ধি নেই। অস্তিত্ব নেই। এই যেটা নতুন শুরু হয়েছে, এটা জাস্ট…’।

এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর অধিকাংশ মানুষই জয়া বচ্চনের সমর্থনে কথা বলেছেন। এক ব্যক্তি লেখেন, ‘সাহসী।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘কিন্তু অমিতাভ বচ্চনের নামটা কেন যুক্ত করা হল? যদি উনি ওটা নিজে না যুক্ত করেন তাহলে কে করল?’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen