রাজনৈতিক মতাদর্শের পার্থক্য আলাদা করতে পারেনি তাঁদের – অটুট ছিল বন্ধুত্ব
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বন্ধুত্ব দিবস। দুই ভিন্ন শিবিরের, দুই দুঁদে রাজনীতিকের বন্ধুত্বের গল্প বলি। একজন মুখ্যমন্ত্রী অন্যজন বিরোধী দলনেতা, বিধানসভায় একে অপরকে কথার তোড়ে উড়িয়ে দিচ্ছেন আবার স্ট্যান্ডার্ড হেরলে চেপে ঘুরছেন। রাজনৈতিক বৈরিতা ছিল। কিন্তু অটুট ছিল বন্ধুত্ব। দু’দলের সাপে-নেউলে সম্পর্ক তাঁদের আলাদা করতে পারেনি। কথা হচ্ছে জ্যোতি বসু ও সিদ্ধার্থশংকর রায়ের বিষয়ে।
বাংলার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন হরিহর-আত্মা। কমিউনিস্ট পার্টি যখন নিষিদ্ধ, তখন জ্যোতিবাবুকে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন সিদ্ধার্থশংকর রায়। আবার বন্ধুর সংসার সচল রাখতে, বিধানসভার বিরোধী দলনেতা পদের সাতশো টাকা সম্মানিকের ব্যবস্থাও করেছিলেন তিনি। কখনও গোপন বৈঠক সারতে বন্ধুকে পৌঁছে দিয়েছেন সফদরজং রোডে, ইন্দিরা গান্ধীর বাড়িতে। অথচ, দুই বন্ধুর দুই দল অর্থাৎ সিপিএম ও কংগ্রেস, তখন রাজ্য-রাজনীতির যুযুধান দুই শিবির। রাজনৈতিক মতানৈক্য কোনওদিনও ফাটল ধরায়নি দু’জনের বন্ধুত্বে।