থানাতে সৌরবিদ্যুতের গ্রিড বসাতে নবান্নকে প্রস্তাব রাজ্য পুলিসের

ধীরে ধীরে গ্রিডের সংখ্যা বাড়ানো হবে। এর ফলে সরকারের বছরে কয়েক কোটি টাকা বেঁচে যাবে।

August 7, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পশ্চিম মেদিনীপুরের সালুয়ার ক্যাম্পকে গ্রিন ক্যাম্পাস করতে চাইছে রাজ্য পুলিস। তারই পদক্ষেপ হিসেবে সেখানে সৌরবিদ্যুতের গ্রিড তৈরির জন্য ওয়েবরেডাকে দিয়ে সমীক্ষা করানো হয়। তারা রিপোর্ট দিয়ে জানিয়ে দেয়, কী ধরনের গ্রিড দরকার। এরজন্য খরচ হবে আনুমানিক ৭ কোটি ৭১ লক্ষ টাকা। যাতে আগামী দিনে গোটা সালুয়া ক্যাম্পাসে সৌরবিদ্যুতের সাহায্যে আলো, পাখা জ্বালানো যায়। ধীরে ধীরে গ্রিডের সংখ্যা বাড়ানো হবে। এর ফলে সরকারের বছরে কয়েক কোটি টাকা বেঁচে যাবে। দ্রুত এই প্রকল্প তৈরির জন্য টাকা চেয়ে নবান্নকে চিঠি পাঠানো হয়েছে বলে খবর।

এরপরই জেলার থানাগুলিতে সৌরবিদ্যুতের গ্রিড বসানোর ভাবনা মাথায় আসে কর্তাদের। কারণ বিদ্যুতের মিল মেটাতে গিয়ে সরকারের কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে সেই টাকা বকেয়া থেকে যাচ্ছে। সৌরবিদ্যুৎ দিয়ে থানার কাজ চালানো গেলে সেই অর্থে সরকারের অনেক টাকা বেঁচে যাবে। যা পুলিসের আধুনিকীকরণ সহ অন্যান্য কাজে ব্যবহার করা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen