খেলা বিভাগে ফিরে যান

ভিনেশ-কাণ্ডে অন্তর্ঘাত দেখছেন বিরোধীরা?

August 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্যারিস অলিম্পিকের কুস্তির (৫০ কেজি) ফাইনাল থেকে বাদ পড়লেন ভিনেশ ফোগত। গোটা দেশের সঙ্গে সঙ্গে, উত্তাল হয়ে উঠল সংসদও। বিরোধীদের অভিযোগ, ফাইনালে পৌঁছে ভিনেশের বাদ যাওয়া সাধারণ ঘটনা হতে পারে না। কোনও ষড়যন্ত্র থাকতেই পারে। ভারত সরকারেরও হাত থাকতে পারে বলে দাবি করছেন কেউ কেউ।

ভিনেশ ফাইনালে পৌঁছতেই কুস্তিগিরদের আন্দোলন ফের খবরের শিরোনামে উঠে আসে। কুস্তি সংগঠনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে ধর্নায় বসেন ভারতীয় কুস্তিগিররা। ভিনেশ নিজেও ছিলেন বিক্ষোভে। ভিনেশ, ফাইনালে পৌঁছনোর পরই পুলিশের হাতে তাঁর নিগ্রহের দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বিরোধীরা মনে করছেন, ভিনেশ ফাইনালে যেতেই কেন্দ্রের মোদী সরকারের অহংবোধে আঘাত লাগে। তার প্রতিফলন এই সিদ্ধান্ত নয় তো? গত কয়েক ঘণ্টায় কী হল, সোনার লড়াইয়ে নামার আগেই বাতিল হলেন ভিনেশ?

TwitterFacebookWhatsAppEmailShare

#Paris Olympics final, #Vinesh Phogat disqualified, #vinesh phogat, #Wrestler, #Medals, #Paris Olympics 2024

আরো দেখুন