দেশ বিভাগে ফিরে যান

সংসদে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করলেন তৃণমূল সাংসদ

August 8, 2024 | < 1 min read

———– ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার সংসদ কক্ষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্যের পর রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উথ্থাপন করেন।

ডেরেক বলেন, স্বাস্থ্য এবং জীবন বীমা থেকে ১৮% জিএসটি সরান। তাহলে ৮৫ কোটি মধ্যবিত্ত ভারতীয় উপকৃত হবেন। তিনি বলেন, জিএসটি কাউন্সিলকে অকেজো করে রেখে দয়া করে অজুহাত দেবেন না। পাশাপাশি তিনি আরও বলেন, প্রাপ্য তহবিল না দিয়ে বাংলাকে যে ভাবে বঞ্চিত কর হচ্ছে তা নিয়ে বিজেপি সরকার শ্বেত প্রকাশ করুক।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Derek O'Brien, #Parliament, #Nirmala Sitharaman, #GST, #Monsoon Session, #TMC MP, #MGNREGS, #Awas Yojana

আরো দেখুন