দেশ বিভাগে ফিরে যান

কর্মসংস্থান কত হয়েছে, সংসদে জানাতে পারলেন না মোদী সরকারের মন্ত্রী

August 9, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশে কর্মসংস্থান কত হয়েছে? জবাব দিতে পারছে না মোদী সরকার। ২০১৪ সালে মোদী সরকার ঘোষণা করেছিল বছরে ২ কোটি করে চাকরি দেওয়া হবে। লোকসভা ভোটের আগে ২০২২ সালের জুন মাসে ঘোষণা করা হয়েছিল ১০ লক্ষ সরকারি চাকরি দেওয়া হবে।

সেই প্রেক্ষিতেই বৃহস্পতিবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস এমপি রণদীপ সুরজেওয়ালা প্রশ্ন করেন, গত ১০ বছরে দেশে মোট কর্মসংস্থান কত হয়েছে? কেন্দ্রীয় সরকারই বা কত চাকরি দিয়েছে? এব্যাপারে বিগত দিনে সরকারি তরফে ভিন্ন ভিন্ন পরিসংখ্যান দেওয়া হয়েছে। কোনটা ঠিক? গত ২০ মে লোকসভা নির্বাচনের প্রচারপর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, সাত বছরে ৬ কোটি কর্মসংস্থান তৈরি করেছে তাঁর সরকার। আবার মাত্র দু’মাস বাদে গত ১৩ জুলাই তিনিই বললেন, বিগত তিন বছরে নাকি ৮ কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে। আবার তার আগের দিনই সরকারিভাবে তথ্য দেওয়া হল, বিগত ১০ বছরে মোট কর্মসংস্থান হয়েছে সাড়ে ১২ কোটি। সবথেকে বড় বিভ্রান্তি হল, কেন্দ্রীয় সরকারই লোকসভায় পরিসংখ্যান দাখিল করে বলেছে, এ পর্যন্ত ২২ কোটি কর্মপ্রার্থী সরকারি চাকরির জন্য আবেদন করেছে। আর চাকরি পেয়েছে মাত্র ৭ লক্ষ ২২ হাজার। সুরজেওয়ালা বলেন, ‘আমরা বিভ্রান্ত। প্রধানমন্ত্রীও সঠিক তথ্য জানেন না? কেন? আসল তথ্য কোনটা?’

জবাবে শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, ‘আপনারা বিভ্রান্তই থাকবেন। সেই কারণে তৃতীয়বার ওই বিরোধী বেঞ্চে বসে রয়েছেন। আগামী দিনেও ওখানেই থাকবেন। একটা সময় ছিল যখন কোনও ডেটাই পাওয়া যেত না। আগামী দিনে আমরা প্রতি মাসে মাসে জানিয়ে দেব, কত কর্মসংস্থান হয়েছে। নরেন্দ্র মোদি ক্ষমতাসীন হওয়ার পর ভারতের জিডিপি বেড়েছে। জিডিপি বৃদ্ধি পেলে কর্মসংস্থানও বাড়ে। উন্নতির শিখর স্পর্শ করছি আমরা। সেই কর্মযজ্ঞে শামিল হোন। আজেবাজে বিষয়ে রাজনীতি করার দরকার নেই।’ সুরজেওয়ালার পাশাপাশি বিরোধীরা সমস্বরে বলার চেষ্টা করেন, কিন্তু সংখ্যাটা কত? শ্রমমন্ত্রী অবশ্য সেই পরিসংখ্যান দাখিল করেননি। তৃণমূল কংগ্রেসের সামিরুল ইসলাম প্রশ্ন করেন, ভারতে বেকারত্বের হার কত? সরকার বেকারত্ব প্রতিরোধে কী করছে? মাণ্ডব্যের জবাব, ‘বেকারত্ব কমানোর পথ হল কর্মসংস্থান তৈরি করা।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mansukh Mandaviya, #Employment opportunities, #India, #bjp, #employment, #NDA, #modi govt

আরো দেখুন