১৪ আগস্ট সংগঠন নিয়ে মমতার বক্তব্যের দিকে কড়া নজর ঘাসফুল শিবিরের

১৪ আগস্ট মধ্যরাতের স্বাধীনতা শীর্ষক কর্মসূচি নিয়েছে তৃণমূল। বেহালা ম্যান্টনে এই কর্মসূচি হবে।

August 10, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২১ জুলাইয়ের পর এবার ১৪ আগস্ট। সংগঠন নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দিকে কড়া নজর ঘাসফুল শিবিরের। ১৪ আগস্ট মধ্যরাতের স্বাধীনতা শীর্ষক কর্মসূচি নিয়েছে তৃণমূল। বেহালা ম্যান্টনে এই কর্মসূচি হবে।

ওই দিন বেহালায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে মমতা কিছু বলেন কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তেমনই অখিল গিরির ঘটনার পর সাংগঠনিক ক্ষেত্রে তৃণমূল নেত্রী শৃঙ্খলা কড়া নির্দেশ দেন কি না, সে বিষয়ে তৃণমূল শিবিরে আগ্রহ তুঙ্গে। বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম তৃণমূলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবসের কর্মসূচি থেকে দলের নেতা ও জন প্রতিনিধিদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী। যেখানে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছিলেন, দুর্নীতি করলেই গ্রেপ্তার। আর সাংসদ, বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলার, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মেয়ো রোডে। তার আগে ১৪ আগস্ট নেত্রীর বার্তার অপেক্ষায় দল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen