বাজার মাতাচ্ছে স্টোন আর মেটালের রাখি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্রেসলেট স্টোন আর মেটালের রাখির চাহিদা এবার তুঙ্গে। ছোটদের কার্টুন, লাইটিং রাখির চাহিদাও বেশ ভাল। দাম বাড়লেও ফুলের রাখির চাহিদা কিন্তু রয়েছে। রবিবার দুপুর থেকেই মঠ, মন্দির ও গৃহস্থ বাড়ির বিগ্রহের জন্য ফুলের রাখি কিনতে শুরু করেছেন মানুষ। কয়েকদিন ধরে বিভিন্ন মোড়ে, বাজারে রাখি নিয়ে বসছেন ব্যবসায়ীরা। বৃষ্টি আর মেঘলা আকাশ থাকায় চিন্তিত ছিলেন ব্যবসায়ীরা।
রাখি পূর্ণিমায় বরাবর রজনীগন্ধা, সূর্যমুখী, গোলাপ, ঝাউপাতা দিয়ে তৈরি ফুলের রাখির চাহিদা ভালই থাকে। এবছর ফুলের দাম অনেকটাই বেড়েছে। ফুলের রাখির দামও কিছুটা বেড়েছে। দেবতাকে পরানোর জন্য ক্রেতারা ফুলের রাখি কিনে নিয়ে যাচ্ছেন। ফুলের রাখির পাশাপাশি তৈরি হচ্ছে প্লাস্টিক ফুলের রাখিও। স্কুল কলেজের পড়ুয়ারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক দলের কর্মীরা ড্রাই রাখি কেনেন।
গত ক’দিন ধরে বৃষ্টি উপেক্ষা করে রাখির দোকানগুলিতে রাখি কেনার ভিড় ছিল। দশম শ্রেণির ছাত্রী বান্টি দেবনাথ জানিয়েছে, ছোট ভাইকে সঙ্গে নিয়ে এসেছি। নতুন ডিজাইনের ব্রেসলেট, বিভিন্ন স্টোন ও মেটালের রাখি কিনছে তরুণ প্রজন্ম। বাচ্চাদের কার্টুনের রাখি ছোটা ভীম, ডোরেমন, টম অ্যান্ড জেরির পাশাপাশি লাইটিং দেওয়া রাখির বিক্রি ভাল।