নবান্ন অভিযানের দিন UGC-NET, ছাত্রছাত্রীদের সাহায্যের বার্তা পুলিশের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগামী ২৭ আগস্ট ছাত্ররা ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছেন। যদিও শোনা যাচ্ছে, আদপে ছাত্রদের নাম ব্যবহার করে ওই অভিযানের ডাক দিয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ওই দিনই রয়েছে ইউজিসি নেট পরীক্ষা। নেট পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে কোনও অসুবিধা না-হয় তা নিশ্চিত করতে তৎপর পুলিশ। রবিবার পরীক্ষার্থীদের আশ্বস্থ করল পুলিশ।
সোশ্যাল মিডিয়া পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে জানানো হয়, ‘আগামী ২৭ অগস্ট ইউজিসি-র নেট পরীক্ষা রয়েছে। সেখানে বহু সংখ্যক ছাত্রছাত্রী অংশ নেবেন। পরীক্ষা চলবে সকাল ৯টা ৩০ থেকে বিকেল ১২টা ৩০ পর্যন্ত এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ঘটনাচক্রে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামক একটি গোষ্ঠী ২৭ তারিখই ‘নবান্ন’অভিযান’-এর ডাক দিয়েছে। আমাদের আশঙ্কা, এই কর্মসূচির কারণে অসংখ্য নেট পরীক্ষার্থী তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধায় পড়বেন। পরীক্ষার্থীদের সুবিধার্থে ওই দিন রাস্তায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে। কোনওরকম অসুবিধায় পড়লে পুলিশের সাহায্য নিন। আমরা নিশ্চিত করব, যাতে পরীক্ষার্থীরা নিরাপদে এবং নির্বিঘ্নে নিজের নিজের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন।’