নবান্ন অভিযানের জেরে বন্ধ একাধিক স্কুল, পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো নিয়ে সংশয়ে NET পরীক্ষার্থীরা

August 27, 2024 | 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি::প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হয়েছিল ইউজিসি নেট পরীক্ষা। আজ, মঙ্গলবার ফের সেই পরীক্ষা হচ্ছে। পরীক্ষার দিনে নবান্ন অভিযান কর্মসূচি হওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন পরীক্ষার্থীরা। প্রতিবাদ জানাতে অন্যদিন বেছে নেওয়া উচিত ছিল বলে মত তাঁদের। পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হওয়ার আশঙ্কায় ভুগছেন তাঁরা। আদৌ পৌঁছতে পারবেন কি-না, সে প্রশ্নও উঠছে। যদিও, পুলিশ আশ্বাস দিয়েছে। কোনও থানা বা পুলিশকর্মীকে জানালে বা ১০০ ডায়াল করলে পরীক্ষার্থীদের গাড়ি করে কেন্দ্রে পৌঁছনোর দায়িত্ব নেবে পুলিশ।

কলকাতার পরীক্ষার্থীদের সেক্টর ফাইভের টিসিএস গীতবিতানে সিট পড়েছে। পরীক্ষার্থীরা বলছেন তাঁরা চিন্তায় রয়েছেন। কর্মসূচি অন্যদিন রাখলেই ভাল হত। কেউ কেউ বলছেন পরীক্ষার কথা ভেবে এই কর্মসূচি অন্যদিন নিলেই ভাল হত। কারণ, নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হয়। ঢোকার আগেও চেকিংয়ের একটি লম্বা প্রক্রিয়া থাকে; কার্যত দিশেহারা পরীক্ষার্থীরা।

নবান্ন অভিযানের জন্য স্কুলের পুল কার পরিষেবাও আংশিক বন্ধ থাকছে। পুল কার ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ দত্ত জানান, অভিভাবকদের জানিয়েছেন সকাল ন’টার আগে পর্যন্ত পরিষেবা দিতে পারবেন। তার পরে কেউ সন্তানকে স্কুলে পাঠালে বা তাকে স্কুল থেকে আনার হলে, সেই দায়িত্ব অভিভাবকদেরই নিতে হবে। পার্ক সার্কাস ডন বসকো স্কুল আজ বন্ধ থাকছে। দ্বাদশের প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে। বিড়লা হাইস্কুল, সুশীলা বিড়লা গার্লস স্কুল, মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি মঙ্গলবারের পরীক্ষা স্থগিত রেখেছে। ক্লাস হবে অনলাইনে। সুশীলা বিড়লা প্রাইমারি সেকশনের ক্লাস মঙ্গলবারের বদলে শনিবার নেওয়া হবে। অ্যাসেম্বলি অব গড চার্চ, সাউথ পয়েন্টের প্রাথমিক বিভাগ পরীক্ষা স্থগিত রেখেছে। শ্রীশিক্ষায়তনে পরীক্ষার পরে তাড়াতাড়ি ছুটি দেওয়া হবে। লা মার্টিনিয়ার বয়েজ ও গার্লসে তাড়াতাড়ি ছুটি হবে। অশোকহল, জিডি বিড়লা অনলাইনে ক্লাস নেবে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen