দেশ বিভাগে ফিরে যান

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মোদীর উদ্বোধন করা ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি!

August 27, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাত্র আট মাস আগে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করেছিলেন ছত্রপতি শিবাজি মহারাজের ৩৫ ফুট উঁচু বিশাল মূর্তি। সোমবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা মূর্তিটা! একনাথ শিন্দের সরকারের দিকেই আঙুল তুলেছেন বিরোধীরা। প্রশ্ন উঠছে, মূর্তিটির নির্মাণ নিয়েও। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘খোকা সরকারের ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে। এই ঘটনা শিবাজি মহারাজের চরম অপমান।’

সোমবার দুপুর ১টা নাগাদ ভেঙে পড়ে মূর্তিটি। বিগত বছরের ৪ ডিসেম্বর নৌসেনা দিবসের দিন মূর্তিটির উদ্বোধন করেছিলেন মোদী। মূর্তি ভেঙে পড়ার পর শিবসেনা (উদ্ধব শিবির) বিধায়ক বৈভব নায়েক রাজকোট ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “দুর্ভাগ্যজনক। মাত্র আট মাসের মধ্যে মূর্তিটি ভেঙে পড়েছে। তীব্র নিন্দা করছি। ছত্রপতি শিবাজি মহারাজ মহারাষ্ট্রের পরিচয়। এটা তাঁর অপমান। নিম্নমানের কাজের ফলে এমনটি ঘটেছে। এর বিরুদ্ধে মামলা করার দাবি জানাচ্ছি।”

প্রসঙ্গত, মোদীর ‘ড্রিম প্রজেক্ট’। ছত্রপতি শিবাজির মূর্তিটি তৈরিতে বাজেট ধরা হয়েছিল ৩,৬০০ কোটি টাকা। স্বাস্থ্য পরিষেবা থেকে শিক্ষা, পানীয় জলের মতো সামাজিক পরিষেবা খাতে সারা বছরে মহারাষ্ট্রে যা ব্যয় হয় শিবাজি মূর্তি তৈরিতে তার থেকে অনেক বেশি খরচ করা হয়েছিল। এত বিপুল খরচ করে তৈরি হওয়া মূর্তি মাত্র আট মাসের মধ্যে ভেঙে পড়ল!

TwitterFacebookWhatsAppEmailShare

#Maharashtra, #PM Modi, #Maratha warrior, #Chhatrapati Shivaji Maharaj, #Shivaji Maharaj statue

আরো দেখুন