পথে নেমেছে মানুষ, সচল বাংলায় বলপূর্বক বনধ করার চেষ্টা BJP-র

স্কুলের শিক্ষিকাকে হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। জোর করে স্কুলে তালা লাগানোর অভিযোগ আসছে।

August 28, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। বনধকে সফল করতে বুধবার সকাল থেকেই জেলায় জেলায় পথ অবরোধ করতে শুরু করে বিজেপি কর্মীরা। অবরোধের জেরে ব্যাহত হচ্ছে ট্রেন পরিষেবা। বিভিন্ন জায়গায় দোকান বন্ধ রাখতে ব্যবসায়ীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। জোর করে বনধ সফল করার চেষ্টা হচ্ছে দিকে দিকে। স্কুলের শিক্ষিকাকে হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। জোর করে স্কুলে তালা লাগানোর অভিযোগ আসছে।

শিয়ালদহ ও হাওড়া শাখায় ব্যাহত হয়েছে একাধিক ট্রেন পরিষেবা। শিয়ালদহ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনের একাধিক স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলে অবরোধ করেছে বনধ সমর্থকেরা। যার জেরে রেলের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছে। শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানাগামী ট্রেন চলাচল বন্ধ। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সকাল থেকেই ওই লাইনের একাধিক স্টেশনে ভিড় রেল যাত্রীদের। ট্রেন না পেয়ে অনেকেই সড়কপথে রওনা দিয়েছেন নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। তৈরি হয়েছে ব্যাপক যানজট। ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।

অন্যদিকে, হুগলি স্টেশনে ব্যান্ডেল-হাওড়া লোকাল আটকে বিক্ষোভ দেখায় বনধ সমর্থকেরা। রেললাইনে শুয়ে পড়ে বিজেপি কর্মী-সমর্থকেরা। হাওড়া শাখার কোন্নগর স্টেশনেও রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকেরা। যার জেরে ব্যাহত হয়েছে হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর সহ বর্ধমান মেন লাইনের ট্রেন পরিষেবাও। কৃষ্ণনগর রেল স্টেশনেও অবরোধ করে বিজেপি কর্মী-সমর্থকেরা। ট্রেনের সামনে বিজেপির পতাকা হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় বনধ সমর্থকেরা।

কোন্নগরে চলচ্চিত্র মোড়ে জড়ো হন বিজেপি সমর্থকেরা। স্থানীয় ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আসানসোলের মহীশিলা কলোনি এলাকায় সকাল থেকে বিজেপি সমর্থকেরা কলোনির বাজার বন্ধ করিয়ে দেয় বলে অভিযোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen