ছাত্রীদের শৌচাগারে লুকোনো ছিল ক্যামেরা! অন্ধ্রপ্রদেশেও উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান

চাঞ্চল্যকর ঘটনাটি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার একটি কলেজের।

September 1, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হস্টেলের ছাত্রীদের শৌচাগারে লুকোনো ছিল ক্যামেরা। দীর্ঘ দিন ধরে চলছিল ছবি এবং ভিডিয়ো রেকর্ডিং! চাঞ্চল্যকর ঘটনাটি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার একটি কলেজের।

বৃহস্পতিবার রাত থেকেই উত্তাল হল অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার গুড়লাভাল্লেরু ইঞ্জিনিয়ারিং কলেজ। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। ছাত্রীদের অভিযোগ, গোপন ক্যামেরায় ভিডিও রেকর্ড করে তা বাইরে বিক্রি করা হতো। এমনভাবে কয়েকশো ভিডিও রেকর্ড করা হয়েছে। আর এই ঘটনায় জড়িত কলেজেরই দুই ছাত্র। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি পুলিসকে তদন্তের নির্দেশ দেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। নির্দেশ পাওয়ার পরই ক্যাম্পাসে গিয়ে তদন্ত শুরু করে পুলিস। এক ছাত্রকে গ্রেপ্তারও করা হয়। তিনি বি-টেকের ফাইনাল ইয়ারের পড়ুয়া। তাঁর মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হলেও তা থেকে কোনও আপত্তিকর ভিডিও বা ছবি পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্তকারীরা। এমনকী, শৌচাগারেও কোনও গোপন ক্যামেরা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তাঁরা।

তদন্তকারীদের এই দাবি মানতে নারাজ পড়ুয়ারা। ছাত্রীরা জানিয়েছেন, এক সপ্তাহ আগেই তাঁরা গোপন ক্যামেরার বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে একাধিকবার জানান। কিন্তু কলেজের অধ্যক্ষ কোনও ব্যবস্থা নেননি। বুধবার তাঁরা ফের অভিযোগ জানাতে গেলে কলেজ কর্তৃপক্ষ জানায়, বিষয়টি নিয়ে তদন্তের জন্য একমাস সময় লাগবে। রাতারাতি গোপন ক্যামেরার বিষয়টিকে ‘ভুয়ো’ বলে কেউ কেউ প্রচার শুরু করেন বলেও দাবি ছাত্রীদের। এর পরেই বৃহস্পতিবার রাত দশটা থেকে ঘটনার তদন্তের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন হস্টেলের ছাত্রীরা। দ্রুত তদন্তের দাবি তোলেন শিক্ষকরাও। শুক্রবার সকাল পর্যন্ত চলে বিক্ষোভ। তাদের দাবি, পুলিসের সঙ্গে মিলে কলেজ কর্তৃপক্ষ পুরো বিষয়টি ঢাকা দেওয়ার চেষ্টা করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen