রাজ্য বিভাগে ফিরে যান

পুজোয় স্পেশাল ট্রেন চালাচ্ছে দক্ষিণ-পূর্ব রেল, জানেন কোন কোন রুটে মিলবে?

September 2, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজোর ছুটি মানেই বেড়াতে বেরোবে বাঙালি। কিন্তু পর্যটনের ভরা মরশুমে অনেকক্ষেত্রেই টিকিট মেলে না। ওয়েটিং লিস্টের অনিশ্চয়তায় অনেকেই বেড়ানোর পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন। এবার বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ-পূর্ব রেল। উৎসবের মরশুমে চেন্নাই ও মুম্বইগামী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।

আগামী ৪ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এমজিআর চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। প্রতি বুধবার দুপুর ১.৩০টায় ট্রেনটি চেন্নাই থেকে যাত্রা শুরু করবে। পরদিন, বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে স্পেশাল ট্রেনটি সাঁতরাগাছি স্টেশনে পৌঁছবে। ফিরতি রুটে প্রতি বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে স্পেশাল ট্রেনটি বাংলা থেকে রওনা দেবে। শনিবার সকাল ৯টায় চেন্নাইয়ে পৌঁছবে ট্রেনটি।

মুম্বইয়ের জন্যও বিশেষ ট্রেন পরিষেবা দেবে দক্ষিণ-পূর্ব রেল। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সুযোগ মিলবে। লোকমান্য তিলক টার্মিনাল মুম্বই স্টেশন থেকে ২৯ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর রাত ৮টা ১৫ মিনিটে যাত্রা করবে স্পেশাল ট্রেন। যাত্রার তৃতীয় দিনে ভোর ৫ টায় সাঁতরাগাছি স্টেশনে ঢুকবে ট্রেনটি। সাঁতরাগাছি থেকে যাত্রী বোঝাই করে ৩১ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর বেলা সাড়ে ৩টের সময় মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি। পরদিন রাত পৌনে ১২টায় মুম্বই পৌঁছবে ট্রেনটি।

TwitterFacebookWhatsAppEmailShare

#South eastern railway, #durga puja, #special trains

আরো দেখুন