রাজ্য বিভাগে ফিরে যান

মহিলাদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যের শাস্তি, সাসপেন্ড অশোকনগরের তৃণমূল নেতা

September 2, 2024 | < 1 min read

মহিলাদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যের শাস্তি, সাসপেন্ড অশোকনগরের তৃণমূল নেতা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দলের কর্মসূচিতে বক্তৃতা করে উঠে তৃণমূল নেতার মুখে শোনা গেল ‘মা-বোনেদের ছবি বিকৃত করে টাঙিয়ে’ দেওয়ার কথা। বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে, যার সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি। অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকারের এমন মন্তব্য প্রকাশ্যে আসার পরই বিতর্ক শুরু হয়। তাঁকে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল।

দলীয় কর্মসূচিতে প্রাক্তন কাউন্সিলরের মন্তব্য নিয়ে সোমবার তৃণমূল নিজের অবস্থান জানাল। তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে লেখেন, “যে দলীয় নেতা প্রতিবাদী মা-বোনেদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, তাঁকে চিহ্নিত করে তৃণমূল এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এই আচরণের নিন্দা করছে দল।”

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে অশোকনগরের কল্যাণগড় পুরসভা এলাকায় তৃণমূল তরফে এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানেই মহিলাদের আক্রমণ করে বিতর্কিত মন্তব্য করেন অতীশ। যার জেরে বহিষ্কার।

TwitterFacebookWhatsAppEmailShare

#TMC Leader, #Suspension, #lewd comments

আরো দেখুন