স্বচ্ছ ভারত অভিযানকে বিঁধে মোদীর কাছে সুরক্ষিত দেশ চাইলেন শুভশ্রী
আমজনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সরব তারকারাও। এই আবহে প্রধানমন্ত্রী মোদীর কাছে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ন্যায়বিচারের দাবি এখনও জারি আন্দোলন। মোদী সরকারের স্বচ্ছ ভারত অভিযানকে বিঁধে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সুরক্ষিত ভারতের আবেদন জানালেন। বাংলাজুড়ে একের পর এক প্রতিবাদী মিছিল আয়োজিত হচ্ছে। আমজনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সরব তারকারাও। এই আবহে প্রধানমন্ত্রী মোদীর কাছে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রীর সাফ কথা, “স্বচ্ছ ভারত নয়, আমাদের সুরক্ষিত ভারত চাই মোদীজি।”
গোটা দেশ আন্দোলন চললেও, নারীদের উপর হওয়া নির্যাতনের হার কিন্তু বিন্দুমাত্র কমেনি। অসম, বদলাপুর, বিহারে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। শুভশ্রী সম্প্রতি প্রশ্ন করেন, “এক রাতে যদি নোটবন্দি হতে পারে, এক রাতে যদি লকডাউন ঘোষণা করা যায়, তাহলে এক রাতে ধর্ষকদের শাস্তি নয় কেন?” সমাজের সকল স্তর থেকে একই দাবি উঠে আসছে।
বাবলির প্রচারে গিয়েও শুভশ্রীর মুখে শোনা গিয়েছে, আরজি কর নির্যাতিতার বিচারের কথা। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে সতীর্থদের সঙ্গে পথে নেমেছিলেন শুভশ্রী। মিছিলে হেঁটেছিলেন রাজ চক্রবর্তীও।