দেশ বিভাগে ফিরে যান

বাণিজ্যিক হোক বা যাত্রীবাহী গাড়ি আগস্টে দেশজুড়ে গাড়ি বিক্রিতে ধাক্কা!

September 10, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গাড়ির বিক্রি ধাক্কা খেয়েছে আগস্ট মাসে। যাত্রীবাহী গাড়ি তো রয়েইছে, রয়েছে বাণিজ্যিক গাড়িও। চিন্তিত ডিলাররা কারণ, শোরুমগুলিতে গাড়ির স্টক বেড়ে যাচ্ছে। দ্রুত পদক্ষেপ করতে আর্জি জানিয়েছে গাড়ি ডিলারদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অব অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনস। গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি যাতে প্রয়োজনের অতিরিক্ত গাড়ি শোরুমগুলিতে না-পাঠায়, সে আর্জিও জানিয়েছে তারা। ফাডার দাবি, সামগ্রিকভাবে আগস্ট মাসে দেশে গাড়ি বিক্রি কমেছে ৫ শতাংশ।

২০২৩ সালের আগস্টে প্রায় ৩ লক্ষ ২৪ হাজার যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছিল, এ’বছরের আগস্টে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯ হাজারে। বাণিজ্যিক গাড়ি বিক্রি কমেছে ৬ শতাংশ হারে। ট্রাক্টর বিক্রি কমেছে ১১ শতাংশ। গত বছর আগস্টে দু’চাকা গাড়ি বিক্রি হয়েছিল প্রায় ১২ লক্ষ ৫৯ হাজার, তা গতমাসে ৬ শতাংশ বেড়েছে।

ফাডা জানাচ্ছে, শোরুম থেকে ডেলিভারি হওয়ার পর ডিলারগুলিতে গড়ে ৭০ থেকে ৭৫ দিন গাড়ি থেকে যাচ্ছে। প্রায় ৭ লক্ষ ৮০ হাজার গাড়ি শোরুমগুলিতে রয়েছে, যার দাম ৭৭ হাজার ৮০০ কোটি টাকা। এরপরও প্রতিটি গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফি মাসে নিয়ম করে শোরুমে গাড়ি পাঠাচ্ছে। সমস্যা আরও বেড়ে যাচ্ছে বলে মত ফাডা সভাপতি মণীশ রাজ সিংহানিয়ার। ডিলাররাও যাতে অতিরিক্ত স্টক না তোলে, সেই ব্যাপারেও সচেতন করা হয়েছে। ফাডার কর্তাদের বক্তব্য, অতিরিক্ত বর্ষা গাড়ির বাজারে কিছুটা নেতিবাচক প্রভাব ফেলেছে। ক্রেতাদের আগ্রহে ভাটা এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#passenger cars, #India, #Car

আরো দেখুন