দেশ বিভাগে ফিরে যান

সুপ্রিম কোর্টে খারিজ বাংলা-সহ ৬ রাজ্যের NEET-JEE-র আবেদন

September 4, 2020 | < 1 min read

NEET ও JEE পিছনো যাবে না। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই হবে পরীক্ষা। শুক্রবার সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

সর্বভারতীয় ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা পিছতে চেয়ে পশ্চিমবঙ্গ-সহ ৬ অ-বিজেপি রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। পাঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের সেই আবেদন খারিজ হয়। কেন্দ্রের নির্দিষ্ট করে দেওয়া দিনেই পরীক্ষা হবে বলে জানিয়ে দেয় দেশের শীর্ষ আদালত। এর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন (Review Petetion) দায়ের করা হয়। তার পাশাপাশি অবশ্য ছত্তিশগড় সরকার পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে পরিবহণ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করে রবিবার। অর্থাৎ পরীক্ষা একান্তই না পিছলে বিকল্প ব্যবস্থাও করে রেখেছিল সে রাজ্যের সরকার। এবার সুপ্রিম সিদ্ধান্তে ছবিটা স্পষ্ট হয়ে গেল। 

এদিন শীর্ষ আদালতের তিন বিচারকের বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি অশোক ভূষণ। ছয় রাজ্যের মুখ্যমন্ত্রীর রিভিউ পিটিশন খতিয়ে দেখে জানিয়ে দেওয়া হয় NEET ও JEE স্থগিত করা হবে না।  

TwitterFacebookWhatsAppEmailShare

#supreme court, #NEET and JEE Main 2020

আরো দেখুন