সোনারপুরে রাজ্যের প্রথম ই-বর্জ্য নিষ্কাশন ইউনিট চালু হতে চলেছে

জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য সরকার জমি ও টাকা দিলেও মেশিন ও অন্যান্য পরিকাঠামো তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে

September 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খারাপ বা পুরনো বৈদ্যুতিন সরঞ্জামের জন্ই সোনারপুরে রাজ্যের প্রথম বৈদ্যুতিন বা ই-বর্জ্য নিষ্কাশন ইউনিট চালু হতে চলেছে। বাম আমলে চালু হওয়া হার্ডওয়্যার পার্কে রাজ্য সরকারের টাকায় এই নয়া ব্যবস্থাপনা কেন্দ্র আগামী বছরের জানুয়ারিতে শুরুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রকল্পটি অবশ্য অনেক আগেই হাতে নেওয়া হয়েছিল। কিন্তু সেই কাজ এখনও সেভাবে শুরু হয়নি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৈদ্যুতিন সরঞ্জাম যেমন মোবাইল, টিভি, কম্পিউটার ইত্যাদি সংগ্রহ করে এখানে আনা হবে। সেগুলি পুনর্ব্যবহারযোগ্য করে তোলার চেষ্টা হবে। এই প্রকল্পে খরচ হবে প্রায় ১০ কোটি টাকা। প্রতিদিন ৬ মেট্রিক টন বর্জ্য পুনর্বব্যবহারযোগ্য করে তোলার টার্গেট নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য সরকার জমি ও টাকা দিলেও মেশিন ও অন্যান্য পরিকাঠামো তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। তাদের সঙ্গে সাত বছরের চুক্তি হয়েছে রাজ্যের। বিভিন্ন জায়গা থেকে বৈদ্যুতিন সামগ্রী সংগ্রহ করে এখানে আনা হবে। সেখানে মূলত তিনটি কাজ করা হবে। বিভিন্ন সরঞ্জাম পৃথকীকরণ করবেন কর্মীরা, তারপর ধাতু বা অন্যান্য সামগ্রী বের করা হবে মোবাইল, কম্পিউটার ইত্যাদি থেকে। শেষে সেগুলিকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার কাজ করা হবে। বেসরকারি সংস্থা এই প্রকল্পের দায়িত্বে থাকলেও এই নিষ্কাশন ইউনিট থেকে রাজ্যের আয় হবে বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen