দেশ বিভাগে ফিরে যান

দেশের প্রথম ডিজিটাল লটারি চালু করছে মেঘালয়, প্রথম পুরস্কার ৫০ কোটি টাকা

September 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মেঘালয় সরকার দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল লটারি চালু করার কথা ঘোষণা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, ‘এই ডিজিটাল লটারি চালু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, যা ভারতের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল লটারি প্ল্যাটফর্ম।’ তিনি আরও জানান, ‘এই লটারির প্রথম পুরস্কার ৫০ কোটি টাকা, যা এই ক্ষেত্রে একটি বিপ্লব ঘটাতে চলেছে।

এই প্ল্যাটফর্ম টিকিট কেনা থেকে পুরস্কার বণ্টন পর্যন্ত সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করে, যা এটি অন্য লটারির তুলনায় ব্যতিক্রমী করে তুলেছে।” ভারতে কিছু স্থানে লটারি সরকার দ্বারা পরিচালিত হয়। এর মধ্যে কেরল ছিল প্রথম রাজ্য, যেটি ১৯৬৭ সালে সরকারিভাবে লটারি চালু করে।

লটারি সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা– মুখ্যমন্ত্রী সাংমা। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা আরও বলেন, “লটারি সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই একটি স্বচ্ছ ডিজিটাল লটারি প্ল্যাটফর্ম থেকে জনগণ ও সমাজ অনেক উপকৃত হতে পারে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Meghalaya, #Dream 11, #digital lottery

আরো দেখুন