পুজোর আগে তুঙ্গে মগরমুখ, মোটা মানতাসা ডিজাইনের শাঁখার চাহিদা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মগরমুখ, মোটা মানতাসা ডিজাইনের শাঁখার চাহিদা এবার তুঙ্গে। দুর্গাপুজোর অষ্টমীর দিন নতুন শাঁখা পরার চল রয়েছে। অনেকেই পুজোর আগে নতুন শাঁখা কেনেন। সেই চাহিদা পূরণ করতেই গত ৩ মাস ধরে শাঁখাশিল্পীরা দিনরাত জেগে কাজ করে চলেছেন। শাঁখার দোকানে এসে গৃহবধূরা মগরমুখ ডিজাইনের শাঁখার খোঁজ করছেন। ভালো ব্যবসার আশায় শাঁখারি ব্যবসায়ীরা।
আরও পড়ুন: শাঁখা পরতে এসেছিলেন স্বয়ং দেবী বিশালাক্ষী? হুগলির এই মন্দিরের কাহিনি জানেন?
সারাবছরই শাঁখা, পলার বিক্রি থাকে, তবে পুজোর আগের এক মাস বিক্রি বেড়ে যায়। পুজোতে মায়ের পায়ে ঠেকিয়ে গৃহবধূরা নতুন শাঁখা পরেন। পুজোর বাজারে শাঁখার চাহিদা থাকে। শাঁখারিরাও পুজোর মরশুমের দিকে তাকিয়ে থাকেন। এখন নিত্য নতুন ডিজাইনের করা শাঁখা পরার চল হয়েছে। পদ্মফুলের কারুকার্য, ছোট, মাঝারি মান্তাসা ইত্যাদি খুঁজছেন মানুষ। ব্যবসায়ীরা বলছেন, কম দামের মধ্যে মগরমুখ ডিজাইনের চাহিদা বেশি। ৫০০ টাকা জোড়া থেকে ১২০০ টাকা জোড়া সব ধরনের ডিজাইনের শাঁখার চাহিদা রয়েছে। অনলাইনেও অর্ডার পাচ্ছেন তাঁরা।
গত এপ্রিল থেকে পুজোর অর্ডারের কাজ তাঁরা শুরু করে দিয়েছেন অনেকেই। সরু, মোটা নানা ধরনের শাঁখার পাশাপাশি স্পেশাল কিছু ডিজাইনও রয়েছে। সিটি গোল্ডের ডিজাইন সমেত শাঁখা পরার আগ্রহ বাড়ছে। সোনার মতো দেখতে এই শাঁখা ১ হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে।