উত্তরপ্রদেশে ভেঙে পড়ল বহুতল, চাপা পড়ে মৃত শিশু-সহ ১০
শনিবার গভীররাতে জাকির কলোনিতে চারতলা একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
September 15, 2024
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার রাতে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশের মিরাটে বহুতল ভেঙে পড়ে ১০ জনের মৃত্যু হল। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে আটকে থাকতে পারেন। উদ্ধারকাজ চালানো হচ্ছে।
শনিবার গভীররাতে জাকির কলোনিতে চারতলা একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ডাকা হয়। এখনও পর্যন্ত শিশু-সহ দশ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।