রিল আর ভিডিওর বন্যা! সল্টলেকে চলছে ‘আন্দোলন ট্যুরিজম’? দেখুন ভিডিও

ছবি-সেলফি চলছে দেদার। অল্প বিস্তর স্লোগান দিচ্ছেন। রিল বানাচ্ছেন। কেউ কেউ জল, খাবার নিয়ে আসছেন।

September 17, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্বাস্থ্য ভবন থেকে রাস্তা চলে গিয়েছে উইপ্রো মোড়ের দিকে, সেটাই এখন আন্দোলনের ভরকেন্দ্র। সে রাস্তায় প্রবেশ করলেই জলের ট্যাঙ্ক। রাস্তা বন্ধ। ট্যাঙ্কের সামনেটাই ‘জেনারেল বডি মিটিং’ হয়। যা এখন কলকাতার অন্যতম দর্শনীয় স্থান। আন্দোলনের সঙ্গে দূর-দূরান্ত পর্যন্ত সম্পর্ক না-থাকলেও সেখানে মানুষ যাচ্ছে। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন মানুষজন। ছবি-সেলফি চলছে দেদার। অল্প বিস্তর স্লোগান দিচ্ছেন। রিল বানাচ্ছেন। কেউ কেউ জল, খাবার নিয়ে আসছেন। যেন আন্দোলন ট্যুরিজম চলছে, যেন অকাল উৎসব। মনে রাখতে হবে আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে অবস্থান চলছে।

রাস্তার দু’ধারে দেওয়ালজুড়ে স্প্রে-পেইন্ট দিয়ে স্লোগান লেখা হয়েছে। তার ভাষা ছাপার অযোগ্য। আঁকা হয়েছে রাস্তাতে। দেওয়াল লিখনের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন আম জনতা। কোনও দ্রষ্টব্য স্থানে গিয়ে স্মৃতি ধরে রাখার চেষ্টা হয়, যেন মণ্ডপ পরিক্রমার ছবি। বিক্রি হচ্ছে লেবু, লিকার, দুধ চা। সঙ্গে হরেক খাবার তো আছেই। ‘মার্চেন্ডাইস’ ছাড়া আন্দোলন জমে না। বিক্রি হচ্ছে কালো ব্যান্ড।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen