দেশ বিভাগে ফিরে যান

ডবল ইঞ্জিন যোগীরাজ্যে ভয়াবহ বিস্ফোরণ, দুই শিশু, এক মহিলা-সহ মৃত পাঁচ

September 18, 2024 | < 1 min read

ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় সোমবার রাতে বাজির গুদাম ও কারখানায় ভয়াবহ বিস্ফোরণের কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত আরও ১১। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশু ও এক মহিলা। গুদামের কাছে থাকা একাধিক বাড়ি বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যাচ্ছে, কমপক্ষে ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই কারখানায় বেআইনিভাবে বাজি তৈরি করা হত। সব জেনেও নাকি চুপ পুলিশ-প্রশাসন। প্রত্যক্ষদর্শীদের মতে, ১৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওখানে বেআইনিভাবে বাজি বানানো হত। প্রশাসন সব জানে। একাধিকবার অভিযোগ জানালেও, প্রতিবার পুলিশের মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়া হয়েছে।

সোমবার রাতে শিকোহাবাদ থানা এলাকার নৌশেরার গুদামে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে বাড়ির দেওয়াল, তার তলায় আটকা পড়েন কমপক্ষে সাতজন। শিকোহাবাদের সার্কল অফিসার প্রবীণ তিওয়ারি বলেন, বিস্ফোরণে দুই শিশু সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১ জন।ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহগুলি তুলে দেওয়া হয়। মৃতদের পরিবারের সদস্যদের দাবি, ক্ষতিগ্রস্ত বাড়িগুলি সারানোর জন্য ক্ষতিপূরণ দেওয়া হোক সরকারের তরফে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #Death, #Blast

আরো দেখুন