আবেদন মঞ্জুর, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করবেন মুখ্যসচিব
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন, তা জানিয়ে ইমেল গিয়েছে ডাক্তারদের কাছে। নবান্নের সভাঘরে বৈঠক হবে।
September 18, 2024
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার সকালেই বৈঠক করতে চেয়ে মুখ্যসচিবকে ইমেল পাঠিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। পাল্টা ইমেলে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করার কথা জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন, তা জানিয়ে ইমেল গিয়েছে ডাক্তারদের কাছে। নবান্নের সভাঘরে বৈঠক হবে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের মধ্যে ডাক্তারদের ৩০ জন প্রতিনিধিকে পৌঁছে যেতে বলা হয়েছে।