আবারও রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গে বেলাইন মালগাড়ি
ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে মাল গাড়ি।
September 24, 2024
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আবারও রেল দুর্ঘটনা। ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে মাল গাড়ি। বেশ কয়েকটি বগি বেলাইন হয়ে গিয়েছে। মাল গাড়িটি অসম থেকে এনজেপির দিকে যাচ্ছিল। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি। আংশিক প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলতে শুরু করে দুরপাল্লার একাধিক ট্রেন। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।