নদীয়ার দুর্গাপুজোগুলি নিয়ে শুরু হয়েছে কার্নিভালের প্রস্তুতি

গতবছর ১২টি পুজো নিয়ে কল্যাণীতে কার্নিভালের আয়োজন করা হয়েছিল। এ বছরও কল্যাণীতে হতে চলেছে শোভাযাত্রা।

October 1, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এ বছরও নদীয়ার দুর্গাপুজোগুলি নিয়ে কার্নিভাল হবে। কল্যাণীতে কার্নিভাল করার প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। রাজ্যের বার্তা মিলতে এই উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ২০২২ সালে কার্নিভাল শুরু হয় নদিয়াতে। প্রথমবার রানাঘাট শহরে হয়েছিল। গতবছর ১২টি পুজো নিয়ে কল্যাণীতে কার্নিভালের আয়োজন করা হয়েছিল। এ বছরও কল্যাণীতে হতে চলেছে শোভাযাত্রা।

১৪ অক্টোবর বিকেলে কল্যাণী স্টেডিয়াম থেকে পুরসভা পর্যন্ত শোভাযাত্রা হবে। জেলার নামকরা পুজোগুলির প্রতিমা ও বিভিন্ন ধরনের ট্যাবলো সাজিয়ে কার্নিভাল হবে। তারপর বিসর্জন হবে। যদিও কার্নিভাল কোথায় হবে সেটা এখনও জেলা থেকে জানানো হয়নি। গতবারের হিসাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen