অনশন মঞ্চে লোক টানতে মরিয়া ডক্টর্স ফোরাম
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জনমানসে বিরূপ প্রতিক্রিয়া ছড়াতেই কর্মবিরতি থেকে সরে এসেছেন জুনিয়র চিকিৎসকেরা। এবার অনশন মঞ্চে লোক টানতে মরিয়া ডাক্তাররা। “আরও স্বেচ্ছাসেবী চাই।” জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে যোগ দেওয়ার জন্য এই বার্তা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দিচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকদের পাশে থাকা ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। তৃতীয়া থেকে পুজোমণ্ডপের ব্যাপক ভিড়ের মধ্যে আন্দোলনকে জিইয়ে রাখতে যেকোনও প্রকারে অনশন মঞ্চে ভিড় বাড়াতে চাইছে সিপিএম ও নকশালপন্থী চিকিৎসকরা।
দিনরাত টিভিতে, কাগজে মুখ দেখিয়ে, বাইট এবং বক্তব্য পেশ করে ‘নায়ক’ হয়ে ওঠা আন্দোলনকারীদের প্রথম সারির নেতারা অনশনে না-থাকায় শুরু হয়েছে তুমুল সমালোচনা। প্রাইভেট হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি আন্দোলনের নেতৃস্থানীয় জুনিয়র ডাক্তাররা এবার অনশনে নামছেন। বেশকিছু চিকিৎসক সংগঠনের সদস্যরা এই অনশনে অংশ নিতে জোর হোয়াটসঅ্যাপ চালাচালি করছেন।