পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

নবরাত্রিতে অষ্টধাতুর মূর্তিকে পুজো করে মালদহের ত্রিবেদী পরিবার

October 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০০ বছরের অধিক সময় যাবৎ অষ্টধাতুর মূর্তিতে নবরাত্রি পুজো করে আসছে পুরাতন মালদহের ত্রিবেদী পরিবার। নবমী পর্যন্ত নিয়ম পালন করেন তাঁরা। পুজোর কয়েকদিন পরিবারের সদস্যদের নিরামিষ খেয়ে ব্রত পালন করার রীতি রয়েছে। ক’দিন বাড়ির মহিলারা অন্ন গ্রহণ করেন না, ফল এবং লুচি খেয়ে থাকেন। দশমীতে ব্রত পালন শেষ হয়।

অষ্টধাতুর দুর্গামূর্তির পুজো চলে। সঙ্গে থাকেন গণেশ, কার্তিক, লক্ষ্মী, উপরে মহাদেব বিরাজমান। মা দুর্গার সঙ্গে শালগ্রাম শিলা ও বিষ্ণুমূর্তি। পুরাতন মালদহ শহর জেলার অন্যতম বাণিজ্য কেন্দ্র ছিল। মহানন্দা নদী দিয়ে ব্যবসা হত। প্রায় ২৫০ বছর আগে তখনকার ধনপতিরা মূলত পুরোহিতের কাজকর্ম করার জন্য আমাদের পূর্বপুরুষদের বাইরের রাজ্য থেকে শহরে নিয়ে এসেছিলেন। তখন থেকে অষ্টধাতুর মূর্তিতে নবরাত্রি পুজো করে আসছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#tribedi durga puja, #West Bengal, #tribedi

আরো দেখুন