পরাজয়ের কারণ কংগ্রেসের ঔদ্ধত্য! হরিয়ানা হারের ময়নাতদন্ত তৃণমূল সাংসদের

রাজনৈতিক পরিবর্তনের জন্য মুখিয়ে থাকা হরিয়ানবাসী কেন ফের বিজেপিকেই বেছে নিলেন? কারণ খুঁজলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে।

October 9, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার, দুটি বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে, জম্মু-কাশ্মীরে জয়ী হয়েছে ইন্ডিয়া জোট। অন্যদিকে, প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও হরিয়ানায় একা লড়তে গিয়ে মুখথুবড়ে পড়েছে কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষা দেখে উচ্ছ্বাস শুরু হলেও, গণনা শুরু হতেই ম্লান হয়ে যায় হাত শিবির। কিন্তু কেন এমনটা হল? রাজনৈতিক পরিবর্তনের জন্য মুখিয়ে থাকা হরিয়ানবাসী কেন ফের বিজেপিকেই বেছে নিলেন? কারণ খুঁজলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। সাকেত কংগ্রেসকে উপদেশ দেন, হার থেকে শিক্ষা নেওয়ার এবং মনোভাব বদলানোর।

তাঁর মতে, কংগ্রেসের ঔদ্ধত্য তথা জোটে দাদাগিরি মনোভাবের কারণে বারবার নির্বাচনী ফলাফলে ধস নামছে। এক্স পোস্টে তিনি লিখছেন, “কংগ্রেস যদি মনে করে কোনও রাজ্যের নির্বাচনে তাঁরা জিতবে, সেক্ষেত্রে তাঁরা সংশ্লিষ্ট রাজ্যের কোনও আঞ্চলিক দলের সঙ্গে জোট করবে না। কিন্তু কোনও রাজ্যে যদি কংগ্রেস বোঝে তাঁরা জিততে পারবেই না কোনও মতে; সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের আঞ্চলিক দলকে কংগ্রেসকে জোটে নিতে হবে। এই ঔদ্ধত্য এবং আঞ্চলিক দলগুলোর প্রতি কংগ্রেসের এহেন মনোভাবের কারণে নির্বাচনে বিপর্যয় আসছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen