রাজ্য বিভাগে ফিরে যান

দলীয় সভায় রাজু বন্দ্যোপাধ্যায়ের আপত্তিকর মন্তব্য, মামলা করল পুলিশ

September 6, 2020 | < 1 min read

শুক্রবার আসানসোলের দলীয় সভা থেকে পুলিশের উদ্দেশ্যে বেশকিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য নেতা তথা রাঢ়বঙ্গের দলের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের কারণে আসানসোল দক্ষিণ থানার পুলিশ রাজু বন্দ্যোপাধ্যায়ের নামে শুক্রবার সুয়ো মোটো বা স্বতঃপ্রণোদিত একটি মামলা দায়ের করেছে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ ভারতীয় দন্ডবিধির ১৪৩/১৪৯/১৮৮/২৭১/৫০৫/৫০৫/৫০৬ নম্বর ধারা ও ৫১ ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনে মামলা করেছে। এর মধ্য রয়েছে সরকারি আইন ভাঙ্গা, হুমকি ও প্ররোচনা দেওয়ার মতো জামিন অযোগ্য ধারা।

শুক্রবার আসানসোলের ওই সভায় রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলায় ক্ষমতায় এলে রাজ্যের শাসক দলের নেতাদের পাশাপাশি পুলিশকে জুতো চাটাবো।’ এছাড়াও তিনি পুলিশের উদ্দেশ্যে আরও বেশকিছু আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ।

আসানসোল পুরনিগমের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি রাজু বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কিছু বলতে চাননি। তিনি শুধু বলেছিলেন, ‘ওই নেতার বক্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন বোধ করি না।’

শনিবার আসানসোল দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার একটি সভায় আপত্তিকর ও প্ররোচনামূলক বক্তব্য রাখায় বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের নামে মামলা করা হয়েছে।

অন্যদিকে, সেই সভায় রাজু বন্দোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই। তিনি এদিন বলেন, ‘আমাদের রাজ্যের কোথাও মিটিং মিছিল করতে দেওয়া হয় না। করলেই মিথ্যা মামলা করা হয়। এটা তারই আরও একটা প্রমাণ। পুলিশ পুলিশের কাজ করেছে। আমরা আমাদের মতো আইন মেনে যা করার করব। এর আগে রাজু বন্দ্যোপাধ্যায়ের নামে জামুড়িয়া থানায় একটি মামলা হয়েছে। আমরা আর রাজ্য পুলিশের করা মামলায় ভয় পাই না।’

TwitterFacebookWhatsAppEmailShare

#asansol, #raju banerjee, #bjp

আরো দেখুন