পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

পুরুলিয়ায় পালিত হল ‘জিহুড়’ উৎসব

October 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: জিহুড় হল শস্যকেন্দ্রিক মা লক্ষ্মীর পুজো। কথিত আছে, গর্ভবতী মহিলাকে যেমন প্রসবের আগে সন্তান ও মায়ের মঙ্গলকামনার্থে সাধ খাওয়ানো হয়, তেমনি জিহুড় হল লক্ষ্মীদেবীর সাধভক্ষণ। এসময় আমন ধান পাকতে শুরু করে। তাই ফসল যাতে ভালো হয়, সেই প্রার্থনায় পুজো করা হয়। পুজোয় গ্রামের মহিলা ও পুরুষরা অংশগ্রহণ করেন। তবে সমস্ত পুজোটি পুরুষদের দ্বারা সম্পন্ন হয়। এই পুজোয় পুরোহিত লাগে না।

বৃহস্পতিবার পুরুলিয়া জেলার গ্রামীণ এলাকায় চাষিদের বাড়িতে সাড়ম্বরে লৌকিক উৎসব ‘জিহুড়’ উদযাপিত হয়েছে। এদিন সকাল থেকে বাড়ি বাড়ি এই উৎসব আয়োজনে ধুম পড়ে যায়। সকালে জমির মালিক কৃষিখেতে গিয়ে হরিতকি দিয়ে দেবী লক্ষ্মীকে নিমন্ত্রণ করে আসেন। মাকে জানানো হয়, তাঁর খাবার চাষি ঘর থেকে নিজে নিয়ে আসবেন। মহিলারা দেবীর প্রসাদ তৈরি করেন। সাধারণত পরিবারের কোনও পুরুষ স্নান করে নতুন কিংবা শুদ্ধ বসন পরে পুজোর জন্য জমিতে যান।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Purulia, #Religion, #jihur utsab

আরো দেখুন