← খেলা বিভাগে ফিরে যান
রোহিত, বিরাট, সরফরাজের হাফ-সেঞ্চুরি, কিউইদের রানের পাহাড়ের সামনে জোর লড়াই ভারতীয় ব্যাটারদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টিম ইন্ডিয়ার সামনে ৪০২ রানের পাহাড় তৈরি করেছে নিউজিল্যান্ডের ব্যাটাররা। তৃতীয় দিন শেষে ভারতের স্কোর তিন উইকেট হারিয়ে ২৩১, এখনও ১২৫ রানে পিছিয়ে রোহিত বাহিনী।
নিউজিল্যান্ডের তরুণ তুর্কি রাচিন রবীন্দ্র ১৩৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। টিম সাউদি ৬৫ রানের জরুরি ইনিংস খেলেন। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নিয়েছেন, মহম্মদ সিরাজ দুটি উইকেট পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিন ব্যাটার হাফ সেঞ্চুরি করেন।
রোহিত ৫২ করে ফেরেন। এদিন বিরাট ৭০ রান করে প্যাভেলিয়নে ফেরেন। টেস্ট ক্রিকেটে ৯,০০০ রান পূর্ণ করেন ভারতের তারকা ব্যাটার কোহলি। সরফরাজ খানও হাফ সেঞ্চুরি করেন। তিনি ৭০ রানে অপরাজিত রয়েছেন।